About Us
আমাদের সম্পর্কে
আজ থেকে দীর্ঘ চার বছর পূর্বে ১৫ ই আগস্ট পর্ব ক্রিয়েশন এর পথ চলা শুরু হয়। পর্ব ক্রিয়েশনের মূল উদ্দেশ্য হলো ইয়ং জেনারেশনের ছেলেমেয়েদের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে নিয়ে আসা এবং তাদের স্বপ্নকে বাস্তবায়িত করা। তাদের হাতে ধরে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে নিয়ে আসা। ফ্যাশন সম্পর্কে ধ্যান ধারণা দেওয়া এবং নতুন ট্রেনডস-কে , ফ্যাশনকে সর্বসাধারণের মধ্যে ছড়িয়ে দেওয়াই পর্ব ক্রিয়েশনের অন্যতম লক্ষ্য। দীর্ঘ চার বছরে অসংখ্য ফটোশুট ও ব্যানার শুট হয়েছে। প্রকাশিত হয়েছে পর্ব ক্রিয়েশন এর ফ্যাশন ম্যাগাজিন- ‘রূপকথার পর্ব’।
পর্ব ক্রিয়েশনের অন্যতম আরেকটি বিভাগ হল অভিনয় বিভাগ। উঠতি মডেল এবং অভিনয় ইচ্ছুক ব্যক্তিদের অভিনয় সুযোগ দেওয়ার উদ্দেশ্যে তৈরি হয়েছে অনেক স্বল্পদৈর্ঘ্যের ছবি (short film)যেগুলো পর্ব ক্রিয়েশনের ফেসবুক পেজ এবং ইউটিউবে রয়েছে।
বর্তমানে গরিব দুস্থ মহিলাদের স্বনির্ভরতার উদ্দেশ্যে ট্রেনিং প্রোগ্রাম শুরু করেছে যেখানে হাতেনাতে স্বনির্ভর করার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে পরীক্ষারও ব্যবস্থা রয়েছে । দুঃস্থ মহিলাদের তৈরি হাতের কাজ গুলিকে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের কোনায় কোনায় ছড়িয়ে দিতে পর্ব ক্রিয়েশন বদ্ধপরিকর।
মূলত সোমনাথ ঘোষ এবং সবুজ বিশ্বাসের তত্ত্বাবধানে পর্ব’-ক্রিয়েশনের পথ চলা শুরু হয়। অসংখ্য মানুষ ধীরে ধীরে যুক্ত হয়েছে এই ক্রিয়েশানে তাদের মধ্যে অন্যতম হলেন শুভম, সুদীপ্ত ব্যানার্জি ,নীল চক্রবর্তী প্রমূখ। পর্ব ক্রিয়েশন অদম্য পরিশ্রমে সকলের শুভেচ্ছা ও ভালবাসায় এবং আন্তরিকতার স্পর্শে ছোট চারাগাছ থেকে ধীরে ধীরে মহীরুহে পরিণত হচ্ছে।